Kill Him (2022) Bangla full Movie Download News | অনন্ত এর কিলহিম মুভি আসছে

 Kill Him (2022) Bangla full Movie Download News |  অনন্ত এর কিলহিম মুভি আসছে 

Movie Name:Kill Him (কিল হিম)
Cast :Amata Jalil,Barsha Etc
Language :Bangla 
Director & Producer:Md.Iqbal 

প্রথমবারের মতো নিজেদের প্রযোজনার বাইরে সিনেমা করছেন বাংলাদেশের ট্রেন্ডিং সুপারস্টার অনন্ত জলিল ও নায়িকা বর্ষা। তাদের নিয়ে ‘সুনান মুভিজ’-এর ব্যানারে ছবিটি নির্মাণ করবেন এম.ডি ইকবাল।

অ্যাকশন ভিত্তিক এ ছবির নাম ‘কিল হিম’। 

এ ছবির জন্য কত পারিশ্রমিক পাচ্ছেন অনন্ত-বর্ষা? এই প্রশ্ন ছিল অনেকের। অবশেষে সেই কৌতূহলের অবসান হলো।

শনিবার (৩ সেপ্টেম্বর) এফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরতে জানা গেল, অনন্ত জলিল ‘কিল হিম’ ছবির নায়ক হিসেবে পাবেন ৪০ লাখ টাকা। তার হাতে এদিন আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক ইকবাল।

তিনি এ সময় জানান, কিল হিম’ ছবির জন্য ৪০ লাখ টাকা পারিশ্রমিক নেবেন অনন্ত জলিল। নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ।

অনুষ্ঠানে ঢাকাই সিনেমার ইতিহাসে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়ার রেকর্ড কোনো নায়কের, এ তথ্যও নিশ্চিত করলেন পরিচালক ইকবাল। 

কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা রুবেল ও মিশা সওদাগর। এতে ভিলেন হিসেবে দেখা যাবে বলিউডের রাহুল দেবকে।

বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে অক্টোবরে।

মহরতে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিপুণ আক্তার, সাইমন সাদিকসহ অনেকেই। ছিলেন প্রযোজক ও পরিচালক সমিতির নেতারাও।

মহরতে জানানো হয়, আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে কিল হিম’


এফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরতে জানা গেল, অনন্ত জলিল ‘কিল হিম’ ছবির নায়ক হিসেবে পাবেন ৪০ লাখ টাকা। তার হাতে এদিন আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক ইকবাল।


তিনি জানান, ‘কিল হিম’ ছবির জন্য ৪০ লাখ টাকা পারিশ্রমিক নেবেন অনন্ত জলিল। নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ। তিনি আরো বলেন, এই ছবির মধ্য দিয়ে ঢাকাই সিনেমার ইতিহাসে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়ার রেকর্ড করলেন অনন্ত জলিল ।

Attention : – Pls Visit Our সকল মুভি ডাউনলোড করুুন আমাদের মুভি ডাউনলোড ওয়েবসাইট থেকে and মুভি ডাউনলোড করতে না পারলে জয়েন করুুন টেলিগ্রামে এবং ডাউনলোড করার পিন ভিডিও দেখুন। Join Telegram Group

0 Response to "Kill Him (2022) Bangla full Movie Download News | অনন্ত এর কিলহিম মুভি আসছে "

Post a Comment