The Gray Man (2022)Netflix Movie বাংলা রিভিউ ডাউনলোড

 

The Gray Man (2022)Netflix Movie বাংলা রিভিউ ডাউনলোড 


🎬The Gray Man (2022)


No Spoiler:

মুভিটাকে আমি বাজে বলবো না। এটাও হলিউডের টিপিক্যালি একশন মুভিগুলোর মধ্যেই একটি। এখানে আপনি লজিক খুঁজতে আসলে বোকামি হবে। সো মুভিটা একশন মুভি হিসেবে এনজয় করতে পারেন।


এখন বলি মুভিটা আমার কাছে কেমন লেগেছে!! আসলে এই মুভির যখন এনাউন্সমেন্ট হয় তখন থেকেই এই মুভিটা নিয়ে আগ্রহের কমতি ছিলো না। কারণ এখানে "ক্রিস ইভান্স' ও "রায়ান গোসলিং" সহ "ধানুশ'কেও দেখা যাবে বলে। মূলত 'ধানুশ'এর জন্যই এক্সাইটেড ছিলাম। যদিও এই মুভিতে ধানুশের উপস্থিত খুব কম ছিলো। তার চরিত্রটা গুরুত্বপূর্ণ ছিলো, কিন্তু তার জায়গায় কোনো হলিউড অভিনেতা দিয়ে করালেও পারতো, কিন্তু 'ধানুশকে' শুধু মার্কেটিংয়ের জন্য ব্যাবহার করা হইছে, আর কিছু না। তবে 'ধানুশ' যতক্ষণ স্কিনে ছিলো মাতিয়ে রেখেছিলো আমাকে।


আর একটা বিষয় আমার খুব খারাপ লেগেছে সেটা হলো 'ক্রিস ইভান্স' এর ভিলেন চরিত্রটাকে খুব সাদামাটা ভাবে দেখনো হয়েছে। খুবই দূর্বল ছিলো। যেহেতু 'ইভান্সে'র মতো একজন অভিনেতা এই রোল প্লে করেছে, তো আরো স্ট্রং এবং স্কিন টাইম বেশি দেওয়া দরকার ছিলো। এখানে শুধু 'রায়ান"কে বেশি গুরুত্ব দেওয়া হইছে। যেটা আমি মোটেও আশা করি নাই। আর শেষের ফাইটিং সিনটাতো পুরাই জগাখিচুরি ছিলো, একটুও মন ভরলো না। ভাবছিলাম দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ❝বলিউডের 'War' মুভিতে যেমন 'হৃত্তিক' বনাম 'টাইগার'কে দেখেছিলাম। ঠিক তেমন কিছু আশা করছিলাম।❞ কিন্তু তার একভাগও হয়নি। এমনিতে সবই ঠিকঠাক ছিলো। আর মুভিতে সবচেয়ে ভালো লেগেছে কিছু কিছু জায়গায় ক্যামেরার কাজ, যেগুলো দেখতে সত্যিই অসাধারণ লেগেছে। আর মুভির ফাইটিং সিকুয়েন্সগুলোও দারুণ ছিলো। ব্যাকগ্রাউন্ড মিউজিকও মানানসই ছিলো। তবুও পুরো মুভিটা আরো বেটার হতে পারতো। সবশেষে এতটুকুই বলবো 'ক্রিস ইভান্স' এর জন্য সত্যি মায়া লাগছে অনেক।


একবার দেখার মতো মুভি।...

Attention : – Pls Visit Our সকল মুভি ডাউনলোড করুুন আমাদের মুভি ডাউনলোড ওয়েবসাইট থেকে and মুভি ডাউনলোড করতে না পারলে জয়েন করুুন টেলিগ্রামে এবং ডাউনলোড করার পিন ভিডিও দেখুন। Join Telegram Group

0 Response to "The Gray Man (2022)Netflix Movie বাংলা রিভিউ ডাউনলোড "

Post a Comment