আপকামিং লাইনআপ দুর্দান্ত।
মোশাররফ করিমের Webflim অমানুষ,দৌড়, নয়নতারা,আায়জ্যাক লিটন আপকামিং আসিতেছে .
ঈদে দারুণ কিছু ওয়েব সিরিজ, ফিল্ম ও নাটক পাচ্ছি কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিমের থেকে। তার মধ্যে যেসব কাজ নিয়ে বেশি প্রত্যাশা সৃষ্টি হয়েছে তার মধ্যে প্রথমে থাকবে সঞ্জয় সমদ্দারের ওয়েবফিল্ম 'অমানুষ'। ওয়েবফিল্মটি ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে আরটিভি প্লাসে।
হইচৈই তে আসছে রায়হান খানের 'দৌড়'।
Binge এ আসছে আশরাফুজ্জামানের 'আইজ্যাক লিটন' এবং এনটিভিতে আসছে সকাল আহমেদের 'নয়নতারা'। চারটি কাজই আশার সঞ্চার করেছে।
কতটুকু আশা পুরণ করতে পারবে তা দেখা যাবে এই ঈদে।