The Cobbler (2022 Bangla Bioscope Untouched WEB-DL -480P | 720P | 1080P Free Download
শাহরিয়ার শাকিল এর প্রযোজনায় আলফা-আই এর ব্যানারে এবারের নিবেদন শর্টফিল্ম "The_Cobbler" পরিচালনা করেছে তন্ময় পারভেজ। শর্টফিল্মটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের ওটিটির এক জনপ্রিয় ও প্রতিভাবান অভিনয় শিল্পী সোহেল মন্ডল। যিনি সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারেন। এর আগে তার বেশ কিছু কাজে সেই স্বাক্ষর তিনি রেখেছেন।
শর্টফিল্মটিতে সোহেল মন্ডল ছাড়াও অভিনয় করেছেন শশাঙ্ক কুমার সাহা, কেয়া আল জান্নাহ, রিজভী রিজু, কেপি রাজিব, মুশফিক শাকিল সহ আরও অনেকে।
বেঙ্গল মিট এর উপস্থাপনায় "The_Cobbler" শর্টফিল্মটি প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন রাত ১১:৩০ মিনিটে দীপ্ত টিভির পর্দায়। পরবর্তীতে এটি পাওয়া যাবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে।