নুহাস হুুমায়নের মিষ্টি কিছু --Mishti Kishu Pett Kata Shaw এপিসোড ০২ (পেট কাটা ষ ডাউনলোড রিভিউ Watch Online) ।মিষ্টি কিছু তাহলে এইটা কে?
"আমাদের স্কুল কলেজে মুখস্ত বিদ্যার দাম আছে, বুদ্ধির দাম নাই"
ওয়েব সিরিজঃ পেট কাটা ষ
এপিসোডঃ মিষ্টি কিছু
প্ল্যাটফর্মঃ Chorki
Spoiler নেই তবুও যারা পুরোটা পড়বে,তাদের কারও কাছে মনে হতেই পারে, তাদের জন্য SPOILER ALERT
কন্সেপ্ট নিয়ে যদি কথা বলি তাহলে বলবো, মানুষের স্মৃতিতে আসলে কতটুকু জিনিস ধরে রাখা যায় বা মনে রাখা যায়! আর প্রয়োজন এর তূলনায় অতিরিক্ত স্মৃতিশক্তি থাকা এবং তার অহংকার থাকার একটি পরিনতির গল্প। একটি বিজ্ঞানের বিষয় কে দেশীয় লোককথা বা যাকে আমরা আদর করে কুসংস্কার বলি তার মধ্য দিয়ে এস্ট্যাবলিশ করা হয়েছে।
এবার আসি আসলে বিষয় টা কি হলো,
যদি এক কথায় অপিনিয়ন দিই তাহলে বলবো, মিষ্টির দোকানদার এর পরিনতিতে মিষ্টির প্রতি জ্বিনের ভালোবাসার প্রভাব ছিল দুর্দান্ত। এক কথায় অসাধারন কাজ দেখে উঠেই লিখতে বসেছি।
চিত্রনাট্য টা ৩০ মিনিট এর, তার সাথে তিনটি চরিত্র, একটি বাড়ি ও একটি দোকানের কম্বিনেশন। এই ৩০ মিনিটে চিত্রনাট্যকার ধরে ধরে এগিয়েছেন। শুরুটা খুব সাধারন ভাবে করেছেন, চরিত্র গুলোকে এই এতো অল্প সময়েও খুব ভালো ভাবে ডেভেলপ করা হয়েছে। এবং শেষে গিয়ে সাধারন শুরু টা অসাধারন সমাপ্তি পেয়েছে। এবার সব কিছু ভুলে যাওয়া, মিষ্টির দোকানদার চঞ্চল ও তার পরিবার এর উপর কি প্রভাব ফেলছে এবং প্রখর স্মৃতিশক্তি তার জীবনে কি ফলাফল দিলো, এই দুইটি অংশই মূলত পুরো চিত্রনাট্য।
শুরুতেই আমি একটা সংলাপ লিখেছি, এই চিত্রনাট্য কে আরও এংগেজ করেছে এর সংলাপ। মায়ের কাছে গিয়ে চঞ্চলের সংলাপ, জ্বিনের সাথে কথপোকথন, ইত্যাদি সংলাপ গুলো ছিলো দর্শক হিসেবে আমার কাছে অনন্য এক পাওয়া।
অভিনয়ে চঞ্চল চৌধুরী যে কি করেছে আমি পুরো এপিসোড তাই দেখলাম, কোনো কাটা ছেড়া নয় আমি শুধু এনজয় করেছি। আফজাল স্যার ছিলো তার চরিত্রে পুরোপুরি আউটস্ট্যান্ডিং। এই দুই জনের অভিনয় নিয়ে কথা বলার মতো কোনো জ্ঞান আমার নেই। আর অন্যদিকে কাজী নওশবা সহ আরও যারা ছিলেন তারা সবাই সাবলীল ছিলেন।
সাউন্ড এবং ইডিটিং, সাউন্ড এ ছিলেন তাহসিন। খুবই ভালো করেছেন। প্রত্যেকটি ফলি সাউন্ড এরও ডিটেইলিং খুব ভালো ভাবে প্রকাশ পেয়েছে। এক্সপ্রেশন অনুসারে সাউন্ড ব্যবহার ব্যপারটা বাইরের কাজে দেখা যায়। আর ইডিটিং খুবই শার্প ছিল। সিনগুলো বেশ আটোশাটো করে কাট করা। কোনো সিনে বিরক্ত হওয়ার সুযোগ নেই। অপ্রয়োজনীয় সিন ব্যবহার করা হয় নি বললেই চলে।
রাতের বেলা দোকানের আলো আধারি, পেছনের আয়নায় পার্শ্ব চরিত্রের মুখের এক্সপ্রেশন নেওয়া, সিলিং এর কাছাকাছি থেকে স্বামি স্ত্রীর কথোপকথন এর দৃশ্য ইত্যাদি এই সব বিষয়েই নতুনত্ব ছিলো। সব মিলিয়ে খুবই প্রমিজিং।
নুহাশ এর পরিচালনা নিয়ে কথা বলবো, 'পেট কাটা ষ' এর সব এপিসোড শেষে। আপাতত তিনি বাংলাদেশ এর বর্তমান সেরা কিছু নতুন পরিচালক এর লিস্ট এ প্রথম দিকে থাকবেন এইটুকু বলতেই পারি।
খারাপ কিছু আমার চোখে পরেই নি। পুরো সময় জুরেই সুধু পজিটিভিটি। ১ম এপিসোড দেখেই ভালো লেগেছিলো, তবে ২য় টি যেনো এক কাটি বাড়া।
পরবর্তী এপিসোড এর জন্য অপেক্ষায়......................
মিষ্টি কিছু | Teaser | Pett Kata Shaw - ষ | Chorki Original Series | Nuhash | Chanchal | Afzal Chowdhury
#ষ দেখতে ক্লিক করুন : www.chorki.com/series/pett-kata-shaw-horror
Daraz Online Shopping Presents নুহাশ হুমায়ূনের #Chorki Original Series "ষ" -এর এপিসোড -০২ , 'এই Building এ মেয়ে নিষেধ'
Chanchal Chowdhury Pritom Hasan Shohel Mondol Nuhash Humayun Masuda Khan Shirin Akter Shela Morshed Mishu's Illustration Q Nawshaba Ahmed
#FilmFunFoorti #Daraz #PettKataShaw #OriginalSeries #ষ
অভিনয়ে সোহেল মন্ডল, শিরিন আক্তার শিলা, একরাম খান ইমু, দুর্জয় রায়, সাক্ষ শাহিদ, সৌমিক বোস, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী ও কাজী নওশাবা আহমেদ, খালেদ আহমেদ রুমি, মোমো আলী, মায়মুনা ইসলাম মেধা, মোহনা হোসেন, মোরশেদ মিশু, সাঈদা তাসলিমা হাসান নদী, প্রণয় দেব উচ্ছাস, তৌফিকুল ইমন, গীতশ্রী চৌধুরী, প্রীতম হাসান, মাসুদা খান, নভেরা রহমান, নাবিল নাসের, আবির, হোসেন, মুর্তজা জুবায়ের ‘ষ’ প্রজন্মের পর প্রজন্ম চলে আসা প্রচলিত বাংলা লোকগল্পের সবচেয়ে ছায়াময় ও চাঞ্চল্যকর প্রেক্ষাপটগুলোর একটি আধুনিক পুনরাবৃত্তি। বেঁচে থাকুক আমাদের ঐতিহ্য-সংস্কৃতি, সঙ্গে আমাদের ভূতের গল্পগুলোও।
মিষ্টির দোকানে জ্বীন, সত্যিই আসে???
আসছে …….
নুহাশ হুমায়ূনের
#Chorki Original Series "ষ" -এর দ্বিতীয় পর্ব 'মিষ্টি কিছু'।
দেখতে চোখ রাখুন ১৪ই এপ্রিল চরকিতে।
#ষ দেখতে ক্লিক করুন : www.chorki.com/series/pett-kata-shaw-horror
#FilmFunFoorti #Daraz #PettKataShaw #OriginalSeries #ষ