হাওয়া মুভি আসছে | Hawa Movie Chanchal Chowdhury 2022

 

Hawa 
Hawa (2022) Bengali WEB-DL -480P |1080P | 720P -Free Download 


হাওয়া- HAWA

Sun Music & Motion Pictures Ltd. Presents | A Facecard production#হাওয়া_আসছে #hawa_comingsoon #hawa_film 
#Hawa_BDfilm #hawa_2022

প্রথম দর্শনে অনেকেই মনে করবেন শরিফুল রাজকে মারছে সবাই।  কিন্ত না, দমকা হওয়ায় অচেতন নায়ক রাজ। এটিই গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাওয়া’র পোস্টার।

আজ 'হাওয়া' ছবিটির পোস্টার প্রকাশিত হবে আগেই ঘোষণা দেওয়া হয়েছিলো। ঘোষণামতে প্রকাশ হলো। যে পোস্টারে  সমুদ্রের দমকা হাওয়ায় কাত হয়ে আছেন শরিফুল রাজ আর তাকে  সামাল দিচ্ছেন খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ আলম এবং বাবলু বোস।

অতল সমুদ্রে গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে আটকে পড়া আটজন মাঝি মাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে সিনেমাটি নির্মিত হয়েছে। নির্মাতার বরাতে জানা গেছে, হাওয়া চলচ্চিত্রটি মূলত একালের রূপকথা, বহুল প্রচলিত এই ফর্মটি সিনেমার পর্দায় নতুন আঙ্গিকে দেখতে পাবেন দর্শকেরা।

পোস্টার প্রসঙ্গে মেজবাউর রহমান সুমন জানিয়েছেন, ‘ফিশিং ট্রলারে শরিফুল রাজের কী হয়েছে সেটা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে। আগামী তিন মাসের মধ্যে সিনেমাটি মুক্তি পাবে; সেই প্রস্তুতি চলছে। প্রচারণায় দর্শক আগ্রহ জন্মালে সিনেমাটি দেখবে বলে আশা করছি। প্রথম সিনেমা হিসেবে আমার প্র্যতাশা অনেক থাকবে সেটা স্বাভাভিক।’

শরিফুল রাজ জানালেন, ‘২০১৯ সালের অক্টোবর থেকে নভেম্বরে সিনেমাটির শুটিং হয় গভীর সমুদ্রে। সেখানকার গল্প বলা হয়েছে সিনেমায়; আমরা অভিনয় কেমন করছি সেটা দর্শক বলবেন। তবে এই গল্প দর্শকদের চমক জাগাবে এটা নিশ্চিত কর বলতে পারি।’ 

 মেজবাউর রহমান সুমনের কাহিনী এবং সংলাপে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও মেজবাউর রহমান সুমন নিজে। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব, এবং গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। প্রকাশিত পোস্টারটি ডিজাইন করেছেন সব্যসাচী মিস্ত্রী। 

সিনেমাটির নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা সংস্থা সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেডের সূত্রে জানা গেছে, ইতোমধ্যে নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই সেন্সরে জমা পড়তে যাচ্ছে।

সোর্স : সমকাল

অতল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে একটা মাছ ধরা ট্রলার, সেই ট্রলারে আটজন মাঝিমাল্লার সাথে আছে রহসয়ময় এক বেদেনী। নির্দিষ্ট কোনো গন্তব্য নেই তাদের। কী চায় এই লোকগুলো? কেন সাগরের প্রতিকূলতাকে মোকাবেলা করে উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়াচ্ছে তারা? 

গল্পটি রূপকথার, তবে সেই রূপকথা সেকালের নয়, বরং একালের। এই গল্প নিয়ে মেজবাউর রহমান সুমন নির্মাণ করেছেন তার সিনেমা 'হাওয়া'। সিনেমার কাহিনী এবং সংলাপও তার, চিত্রনাট্যেও আছে ভূমিকা। তার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন এবং সুকর্ণ সাহেদ ধীমান। 

সিনেমার নির্মাণ কাজ শেষ, সেন্সরে জমা পড়বে শিগগিরই। তার আগে 'হাওয়া'র পোস্টার রিলিজ হয়েছে আজ। দারুণ পোস্টার হয়েছে- বলতেই হচ্ছে! সিনেমা নিয়ে প্রত্যাশার পারদটা একটু চড়লো। অবশ্য, যে সিনেমায় চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খানের মতো দুর্দান্ত অভিনেতারা থাকেন, সেই সিনেমা নিয়ে প্রত্যাশা উঁচু হওয়াটাই স্বাভাবিক!

পোস্ট ক্রেডিটঃ সিনেগল্প
পরিচালক
মেজবাউর রহমান সুমন
লেখকদের
মেজবাউর রহমান সুমন (গল্প) ফারুক জাহিন আমিন (চিত্রনাট্য) সুকর্ণ শাহেদ ধীমান
তারা
চঞ্চল চৌধুরী মোঃ রাফসান জামিল নাজিফা তুশি


চঞ্চল চৌধুরী দেশের একজন প্রখ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা। চলচ্চিত্রে অভিনয় করে ক্যারিয়ারের একটি যুগ কাটিয়েছেন তিনি। চঞ্চল চৌধুরীর নতুন দুটি সিনেমার কাজ শেষ হয়েছে। একটি গিয়াস উদ্দিন সেলিমের 'পাপ পুণ্য' এবং অন্যটি মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র 'হাওয়া'। 'পাপ পুণ্য' সিনেমাটি একটি ইউনিয়ন পর্যায়ের গ্রামের জীবনের গল্প, যেখানে চঞ্চল চৌধুরীকে একজন চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে 'হাওয়া' সিনেমাটি মূলত উপকূলীয় জেলেদের সংগ্রামী জীবনের গল্প। 

এখানে প্রধান নৌকার মাঝির ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। চাঁদপুরে টানা ৩০ দিন ‘পাপ পুণ্য’ ছবির শুটিং করছিলেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে টানা ৪৫ দিন সৈকতে শুটিং করে শেষ করেছেন ‘হাওয়া’ ছবির কাজ। ‘হাওয়া’ ছবির শুটিংয়ের সময় টানা ৪৫ দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন তিনি।

দুটি সিনেমায় অভিনয় প্রসঙ্গে চঞ্চল বলেন, “আমার অভিনয় বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান ধারাকে শক্তিশালী করবে। আমার দুটি ছবিই ভালো, এটা আমি কোনো সন্দেহ ছাড়াই বলতে পারি। বলাই বাহুল্য, অনেক দিন ধরেই চলচ্চিত্রে অভিনয় করছি। 


গল্প ও চরিত্র ভালো না লাগলে কারো অনুরোধে কোনো সিনেমায় অভিনয় করব না। গল্প পড়ে যদি বুঝতে পারি যে এই সিনেমাটি মুক্তি পেলে গ্রহণযোগ্য হবে না, তাহলে আমি সেই সিনেমায় অভিনয় করব না। 


শ্রদ্ধেয় গিয়াস উদ্দিন সেলিমের রচনা, পরিচালনা ও প্রযোজনায় দর্শকরা আবারও জাদুর ছোঁয়া পাবেন ‘পাপ পুণ্য’ চলচ্চিত্রে। অন্যদিকে এটি সুমনের প্রথম সিনেমা। তবে সুমন সবচেয়ে যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন।


 আমার অনুমান, নাবিকদের সংগ্রামী জীবন নিয়ে এ ধরনের সিনেমা আগে কখনো তৈরি হয়নি। দুটি সিনেমা মুক্তি পেলে দর্শকদের ভালো সাড়া পাবে বলে আমার বিশ্বাস।


Attention : – Pls Visit Our সকল মুভি ডাউনলোড করুুন আমাদের মুভি ডাউনলোড ওয়েবসাইট থেকে and মুভি ডাউনলোড করতে না পারলে জয়েন করুুন টেলিগ্রামে এবং ডাউনলোড করার পিন ভিডিও দেখুন। Join Telegram Group

0 Response to "হাওয়া মুভি আসছে | Hawa Movie Chanchal Chowdhury 2022"

Post a Comment