![]() |
Hawa |
পরিচালক
মেজবাউর রহমান সুমন
লেখকদের
মেজবাউর রহমান সুমন (গল্প) ফারুক জাহিন আমিন (চিত্রনাট্য) সুকর্ণ শাহেদ ধীমান
তারা
চঞ্চল চৌধুরী মোঃ রাফসান জামিল নাজিফা তুশি
চঞ্চল চৌধুরী দেশের একজন প্রখ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা। চলচ্চিত্রে অভিনয় করে ক্যারিয়ারের একটি যুগ কাটিয়েছেন তিনি। চঞ্চল চৌধুরীর নতুন দুটি সিনেমার কাজ শেষ হয়েছে। একটি গিয়াস উদ্দিন সেলিমের 'পাপ পুণ্য' এবং অন্যটি মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র 'হাওয়া'। 'পাপ পুণ্য' সিনেমাটি একটি ইউনিয়ন পর্যায়ের গ্রামের জীবনের গল্প, যেখানে চঞ্চল চৌধুরীকে একজন চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে 'হাওয়া' সিনেমাটি মূলত উপকূলীয় জেলেদের সংগ্রামী জীবনের গল্প।
এখানে প্রধান নৌকার মাঝির ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। চাঁদপুরে টানা ৩০ দিন ‘পাপ পুণ্য’ ছবির শুটিং করছিলেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে টানা ৪৫ দিন সৈকতে শুটিং করে শেষ করেছেন ‘হাওয়া’ ছবির কাজ। ‘হাওয়া’ ছবির শুটিংয়ের সময় টানা ৪৫ দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন তিনি।
দুটি সিনেমায় অভিনয় প্রসঙ্গে চঞ্চল বলেন, “আমার অভিনয় বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান ধারাকে শক্তিশালী করবে। আমার দুটি ছবিই ভালো, এটা আমি কোনো সন্দেহ ছাড়াই বলতে পারি। বলাই বাহুল্য, অনেক দিন ধরেই চলচ্চিত্রে অভিনয় করছি।
গল্প ও চরিত্র ভালো না লাগলে কারো অনুরোধে কোনো সিনেমায় অভিনয় করব না। গল্প পড়ে যদি বুঝতে পারি যে এই সিনেমাটি মুক্তি পেলে গ্রহণযোগ্য হবে না, তাহলে আমি সেই সিনেমায় অভিনয় করব না।
শ্রদ্ধেয় গিয়াস উদ্দিন সেলিমের রচনা, পরিচালনা ও প্রযোজনায় দর্শকরা আবারও জাদুর ছোঁয়া পাবেন ‘পাপ পুণ্য’ চলচ্চিত্রে। অন্যদিকে এটি সুমনের প্রথম সিনেমা। তবে সুমন সবচেয়ে যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন।
আমার অনুমান, নাবিকদের সংগ্রামী জীবন নিয়ে এ ধরনের সিনেমা আগে কখনো তৈরি হয়নি। দুটি সিনেমা মুক্তি পেলে দর্শকদের ভালো সাড়া পাবে বলে আমার বিশ্বাস।