TEERONDAJ (2022) Bengali Bioscope S01 WEB-DL -480P |720P | 1080P Free Download
ফ্যাশন নাকি স্টাইল? কোনটা?
"তীরন্দাজ"
a Taneem Rahman Angshu Web Series
আসছি এক অন্যরকম কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!
ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপের জন্য নির্মিত এই সিরিজে উঠে আসবে গ্ল্যামার ওয়ার্ল্ডের নানা বিষয়। উঠে আসবে শিল্পী-সাংবাদিকের মধ্যে সম্পর্কটাও।
সম্প্রতি শুটিং শেষ হওয়া এই সিরিজ প্রসঙ্গে অংশু বলেন, ‘প্রথম বলে নয়, আমার কাছে প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ। সিরিজটি নির্মাণ করেছি মিডিয়ার মানুষের চলমান জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। আমার বিশ্বাস দর্শক কাজটি পছন্দ করবেন। এর মাধ্যমে ইন্ডাস্ট্রিও নতুন কিছু বার্তা পাবে।’
চলতি মাসের শেষ সপ্তাহে সিরিজটি উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।
অংশু নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন মূলত বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর খ্যাতি আসে মিউজিক ভিডিও নির্মাণ করে। তারপর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ন ডরাই’ দিয়েও বাজিমাত করেছিলেন এই নির্মাতা। চলচ্চিত্রটির জন্য পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
গত রোজার ঈদে দীপ্ত টিভির জন্য সাত দিনের বিশেষ ফিকশন ‘গল্প গল্প খেলা’ এবং কোরবানির ঈদে ‘সাহসিকা’ নির্মাণ কনেও বেশ প্রশংসা কুড়ান এই নির্মাতা।
ওয়েব সিরিজ "তীরন্দাজ "
পরিচালনা : তানিম রহমান অংশু
অভিনয়ে : খায়রুল বাসার, জিয়াউল হক পলাশ, মীর রাব্বি, রোদসী সিদ্দিকা, শহীদুল আলম সাচ্চু, ইলোরা গওহর, আসিফ আহসান, আতিকা ইয়ামিন প্রমুখ
পর্ব ১ - অন্ধ তীরন্দাজ
পর্ব ২ - ভুল ভ্রম
পর্ব ৩ - চোরা ঘাতক
পর্ব ৪ - অচেনা শত্রু
পর্ব ৫ - শেষ থেকে শুরু
স্বার্থলোভী শোবিজ জগৎ এ সবাই ভোগের কাঙাল। স্বার্থপর আর বিশ্বাসঘাতকতায় বন্ধু হয় শত্রু।
'আমার জীবনে উপরে উঠার সবচেয়ে বড় শক্তি আমি ভয় পাই না। কাউকেই না কোনো কিছুই না। তারমানি কি আমার ভিতর ভয় নেই। জীবের ধর্ম প্রকৃতির নিয়ম বাস্তুতন্ত্র সেও ভয় পায়। আমি ভয় পাই তাকে যা আমি নিয়ন্ত্রণ করতে পারি না। এক ভাগ্য দুই তুমি(সাইফ)
৫ পর্বের ওয়েব সিরিজ তীরন্দাজ। শোবিজ অঙ্গনের লোক মুখে প্রচলিত কিছু ঘটনার উপর নির্মিত। যেখানে বন্ধুত্ব ভালোবাসা সম্পর্ক রয়েছে স্বার্থের জন্য বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা থেকে তৈরি হয় প্রতিশোধের নেশা ও খুন। ক্যামি একজন নামকরা ফিল্ম প্রডিউসার সাথে ড্রাগ ব্যবসায়ী। নারী পিপাসী ক্যামি শোবিজ অঙ্গনের নতুন মডেলদের নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে করে ভোগ সেই সাথে ড্রাগ তুলে করে মাদকাসক্ত। যার শিকার ইরা নায়িকা হবার স্বপ্ন নিয়ে এসে হয়ে যায় দাসী। এইভাবেই চলে উঠতি মডেলদের ভোগ আর স্বার্থ উদ্ধার হলেই চলে বলি। শোবিজ অঙ্গনে নিষিদ্ধ ড্রাগ প্রবেশকারী ও নায়িকার খুনের রহস্য নিয়ে চলে পুলিশের তদন্ত। ডিবি অফিসার নেওয়াজ কি শেষ পর্যন্ত এই খুনের রহস্য উদঘাটন করতে পারবে??
অভিনয় : প্রডিউসার ক্যামি চরিত্রে অভিনয় করেছে জিয়াউল হক পলাশ। পলাশ এমনিতেই আলোচিত পরিচিত ব্যাচেলার পয়েন্ট এর কারণে। তাকে সব সময় কমেডি নাটকে দেখা যায় সেখান বেরিয়ে নেগেটিভ রোলে নিজেকে বেশ ভালো ভাবে মেলে ধরেছেন সিরিজটিতে।
পুলিশ চরিত্র অভিনয় করেছেন মীর যদিও তেমন একটা চিনি না তবে নিজের প্রথম ওয়েব সিরিজে পুলিশ চরিত্রে দারুণ অভিনয় করছেন। সাইফ চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাশার যিনি একজন বিনোদন সাংবাদিক। নিজের চরিত্রকে সুন্দর উপস্থাপন করছে এই তরুণ অভিনেতা।
মডেল ইরা চরিত্রে অভিনয় করেছেন উঠতি অভিনেত্রী রোদসী। যদিও খুব একটা পরিচিত মুখ না। অভিনয়ের দিক দিয়ে ভালো চেষ্টা করছেন। ইলোরা গহর খায়রুল বাশারের মায়ের চরিত্রে অভিনয় করেছেন অভাব অনটনের সাংসারে টানাপড়েন লেগেই থাকে চলে অশান্তি। সিনিয়র এই অভিনেত্রী ভালো অভিনয় করেছেন। এছাড়া বাকিরাও ভালো করছেন। সবমিলে ভালো একটি সিরিজ। নির্মাতা হিসেবে তানিম রহমান অংশুর নিজের প্রথম ওয়েব সিরিজে মেকিং গল্প চিত্রানাট্য দারুণ করেছেন। শেষে রেখেছেন টুইস্ট।
শাহরিয়ার শাকিল এর প্রযোজনায় আলফা - আই এর ব্যানারে নির্মিত ৫ পর্বের সিরিজটি দেখতে পারবেন বায়োস্কোপ app এ একদম ফ্রীতে।
👇📥Download This Movie📥👇