Shakib Khan Rajkumar Movie(শাকিব খানের রাজকুমার মুভি আসছে)

Rajkummar (2022) Bengali WEB-DL -480P |720P | 1080P |4K -Download & Watch Online
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

Rajkumar


Rajkumar (2022) Bengali WEB-DL -480P |720P | 1080P |4K -Download & Watch Online 

এসকে ফিল্মস এর আমেরিকার প্রজেক্ট এর নাম "রাজকুমার"। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী  কর্টনে ক্যাফে কে। এটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। এই ছবির ৯০ শতাংশ শ্যুটিং হবে আমেরিকায়। এবং এটি বিশ্বব্যাপী মুক্তি দেয়া হবে। সবই ঠিক আছে। তবে, শাকিবের ফিটনেসের দূর্বলতা এখানেও চোখে পড়ার মতো। যেহেতু, জুলাইতে শ্যুটিং শুরু। আশা করবো এই কয়মাসে নিজেকে ফিট করে তুলবেন। গতকাল তার জম্মদিনে ছবিটির মহরত হয়। জম্মদিনে চিত্রনায়ক কাজী মারুফকে দেখে ভালো লাগলো, আহমেদ শরীফও ছিলো।



সেখানেই কথা বলেন এই দুই শিল্পী। শাকিবের প্রতি মুগ্ধতাও ঝরে কোর্টনির কণ্ঠে। 

অনুষ্ঠানে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে ছবিতে সম্পৃক্ত হতে পেরে। এতে যুক্ত হওয়ার পর বাংলাদেশি সিনেমা নিয়ে আমার ধারণা হয়েছে, দেখেছি। শাকিব খান গ্রেট অ্যাক্টর। তার সঙ্গে কাজ করতে পেরে আরও ভালো লাগছে।’


শাকিব জানান, কোর্টনি কফির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। টানা কয়েকটি ধাপ পার করে ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করছে এই নায়কের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। সহযোগী প্রযোজক হিসেবে আছেন কাজী রিটন ও জাকারিয়া মাসুদ। ছবিটি পরিচালনা করছেন হিমেল আশরাফ।

তিনি বাংলা Cinebaaz Team  বলেন, ‘কোর্টনি কফির সঙ্গে আগে কোনও পরিচয় ছিল না। নায়িকা খোঁজার দায়িত্ব আমরা পেশাদার একটি এজেন্সিকে দিয়েছিলাম। তারা ৮৭ জনের একটা তালিকা আমাদের প্রথমে দেয়। এরপর কয়েকটি ধাপ পেরিয়ে সেরা তিন জন নির্বাচিত হয়। শেষ পর্যন্ত কোর্টনি কফিই আমাদের সঙ্গে আছেন।’

কোর্টনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে সিনেমা বিষয়ে পড়াশোনা করেছেন। যুক্ত আছেন থিয়েটারে। এছাড়া একটি শর্ট ফিল্মে তিনি অভিনয় করেছেন। 

এদিকে, ছবিটির বিষয়ে মহরত অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘এখন দেখা যাচ্ছে আমাদের দেশে হল সংখ্যা কমে গেছে। কিন্তু বাংলাদেশের বাইরে যদি আমরা আরও দেড়শ’ হল যুক্ত করি তাহলে বিষয়টি কী দাঁড়াবে? আমরা সেই পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছি। সেদিন আর বেশি দূরে নয় যে, দেশের বাইরে সিনেমা মুক্তি দিয়ে আমরা লস পুষিয়ে নিতে পারবো।’

জানা যায়, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে। নিউ ইয়র্ক, মায়ামি বিচ ছাড়াও আমেরিকার বেশ কয়েকটি শহরে এর কাজ হবে। 


‘রাজকুমার’ নামে যুক্তরাষ্ট্রে নতুন ছবি করতে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। হিমেল আশরাফের পরিচালনায় এ ছবির নায়িকা হতে যাচ্ছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে মার্কিন এই অভিনেত্রীকে নিয়ে মহরত করেন শাকিব খান। জমকালো আয়োজনে ওই মহরত দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরাও!

এরপর থেকে ঢাকাই ছবির দর্শকদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই কোর্টনি কফি? কিভাবেই বা তিনি যুক্ত হলেন শাকিব খানের ছবিতে!




খোঁজ নিয়ে জানা যায়, কোর্টনি কফির জন্ম বেড়ে ওঠা নিউইয়র্কের লং আইল্যান্ডে। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তিনি সেখানকার থিয়েটারের একজন সুপরিচিত আর্টিস্ট।

শাকিব খানের বিপরীতে ‘রাজকুমার’ ছবির নায়িকা খুঁজতে গিয়ে নিউইয়র্কের একটি কাস্টিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ হয় কোর্টনি কফির সঙ্গে। শাকিবের ‘রাজকুমার’র নায়িকা হওয়ার জন্য ৮৬ জন যোগাযোগ করেন।




তাদের প্রোফাইল দেখে প্রাথমিকভাবে ৪০জনকে অডিশনের জন্য ডাকা হয়। প্রাথমিক বাছাইয়ে থাকা ৪০ জন থেকে আবার অডিশনের মাধ্যমে ১০জনকে রাখা হয়।

সেই ১০জনের মধ্যে আবার টপ থ্রি’র নির্বাচন করা হয়। পরে গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে অভিনয়, লুক, ডান্স সবকিছু যাচাই-বাছাই করে শেষ পর্যন্ত ‘রাজকুমার’ ছবির নায়িকা হিসেবে বাদামি চোখের স্বর্ণকেশরী কোর্টনি কফিকে চূড়ান্ত করা হয়।

কোর্টনি কফি দ্য নেইবারহুড প্লে হাউজ স্কুল অব থিয়েটারে অভিনয়ে লেখাপড়া করেন। পাশাপাশি তিনি আমেরিকান শর্ট ফিল্মে দ্য স্ট্রম, কারেন্টলি দ্য ডিবেট, এভেঞ্জিং এঞ্জেলস-এ প্রধান চরিত্রে অভিনয় করেন।

এছাড়া কোর্টনি কফি থিয়েটার এ মিডসামার নাইটস ড্রিম, জুরি ডিউটি দ্য মিউজিক্যাল- অভিনয় করেছেন।




পরিচালক হিমেল আশরাফ চ্যানেল আই অনলাইনকে বলেন, কোর্টনি কফি একেবারে প্রফেশনাল আর্টিস্ট। শাকিব ও আমাদের গল্পের সঙ্গে তাকে উপযুক্ত মনে হয়েছে।

রাজকুমার ছবির মহরতে শাকিব খান বলেন, শুধু গ্রিনকার্ড নেয়ার জন্য আমেরিকাতে আসিনি। আমার যেটা আসল কাজ সেটাই করছি। এখানে যেহেতু পরিবেশটা আমার জন্য একেবারে নতুন, তাই সবকিছু গোছাতে কিছুটা সময় লাগছে। এতদিন যে স্বপ্ন দেখতাম এখন থেকে সেই স্বপ্নের পথে হাঁটা শুরু করলাম।




‘যতদিন আমার শক্তি সামর্থ্য থাকবে, বাংলা সিনেমাকে এগিয়ে নিতে ততদিন আপ্রাণ চেষ্টা করে যাবো।


আব্রাহাম খান জয়ের আব্বু আমেরিকা থাকাকালীন সময়ে যদি ব্যায়াম করে প্রচুর ঘাম ঝরিয়ে তার বডিটা আরেকটু ফিট করে নিতেন তাহলে পর্দায় তাকে আরও সুদর্শন লাগতো। জয়ের আব্বু আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক তাই সিনেমাপ্রেমী দর্শকদের তাকে ঘিরে প্রত্যাশা একটু বেশিই থাকে।



২০২০ সালে হুট করে প্যান্ডামিকে ঘরবন্ধি হয়ে গেলাম। সময় কাটেনা একা একা। স্কুল জীবন থেকেই টুকটাক লেখা লেখি করতাম। ভাবলাম এই বেকার সময়ে কিছু লিখি। 
রাজকুমারের শুরুটা এভাবেই। এর পর গত বছর নভেম্বরে যখন শাকিব ভাই আমেরিকা আসলেন একদিন আমরা এমনি নানান বিষয়ে আলাপ করছিলাম। কথায় কথায় আমি গল্পটা বললাম ভাইয়াকে। জানিনা কেন মন্ত্র মুগ্ধের মত শুনলেন পুরা গল্পটা। সাধারনত সিনেমার গল্প বলার সময় অনেক প্রিপারেশন থাকে কিন্তু ওই দিন হুট করেই কোন পরিকল্পনা ছাড়াই বলা গল্পটা শাকিব খানের খুবি ভাল লেগে গেল। ভাইয়া খুবি এক্সাইটেড হলেন, বলেন হিমেল এইটাই বানাবো সিনেমা এবং এইবারেই বানাব। আমি ভাবলাম হয়ত এখন ভালো লাগার উত্তেজনায় বলছেন কাল ভুলে যাবে। কিন্তু সেদিন থেকে শুরু আজো আমি এই গল্পটা নিয়ে শাকিব ভাইয়ার এক্সাইটম্যান্ট দেখে অবাক হই। এই সিনেমা ভাল করার জন্য যা যা দরকার এই সিনেমার প্রযোজক হিসেবে সব কিছুই তিনি আমাকে দিচ্ছেন। 
এর পর সিনেমার ডিষ্ট্রিবিউটর কানাডায় সজিব ভাইর সাথে যোগাযোগ করে একদিন ভিডিও কলে পুরা স্ক্রিপ্ট শেয়ার করলাম। তিনি গল্প শুনেই বললেন, হিমেল আমি এই সিনেমার সাথে আছি। এই গল্প আর শাকিব খান থাকলে তিনি ১০০ ভাগ আশাবাদি এই সিনেমা নিয়ে, তিনি কথা দিলেন বাংলাদেশের বাইরে ১৫০ সিনেমা হলে তিনি এই সিনেমা মুক্তি দিবেন। মিনিমাম ১৫০ হল, সাথে অগ্রীম একটা বড় টাকাও দিতে রাজী হলেন। ইন্টারন্যাশনাল কোন ডিষ্ট্রিবিউটর থেকে অগ্রীম টাকা পাবো এটাতো কল্পনারও বাইরে ছিল। সিনেমা মুক্তির আগে সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, লন্ডন, মালয়শিয়া, অষ্ট্রেলিয়া, কানাডাতে তিনি সিনেমার টিম নিয়ে প্রি রিলিস ইভেন্ট করার প্ল্যান করে রেখেছেন। 



এর পর গল্প শেয়ার করলাম কাজী রিটন ভাইর সাথে তিনিও এক বাক্যে রাজী হলেন কো প্রোডিউস করতে। আমেরিকায় আমার প্রথম সিনেমা তাই আমার এখানে প্রতিষ্ঠিত কাউকে দরকার ছিল সিনেমার সাথে। জাকারিয়া জিকো ভাইকে গল্প বলার পর শুধু বললেন এই গল্পে শাকিব খান আছে যেখানে ভাবনার কিছু নাই, চল শুরু করি। তিনিও যুক্ত হলেন কো প্রোডিউসার হিসেবে। 
এই তো সবার সহযোগিতায় নিউইয়র্কের মত জায়গায় এত বিশাল আয়োজনে, এত সম্মানিত মানুষের উপস্থিতিতে কাল মহরত হয়ে গেল রাজকুমারের। 
আমি জানি এইটা মাত্র শুরু। পথ পুরোটাই বাকী। কিন্তু যেটা ভাল সেটা শুরু থেকেই ভাল হওয়া জরুরী। যেই গল্প শুনে সবাই এত প্রশংসা করলেন এখন আমার কাজ সেই গল্পটা ঠিকঠাক পর্দায় ফুটিয়ে তোলা। 
বাংলা সিনেমার দর্শক সারা দুনিয়া জুরে আছেন। এদের হলে আনতে পারলেই বাংলাদেশের সিনেমা আবার ঘুরে দাড়াবে। আর তাদের হলে আনতে দরকার ভাল গল্পের, ভাল সিনেমা। 
রাজকুমারের জন্য সবাই শুভ কামনা করবেন।


নিজের জন্মদিনে মার্কিন মুলুক থেকে নতুন ছবির ঘোষণা দিলেন শাকিব খান। 'রাজকুমার' নামে এ ছবিতে তার নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন- এ নিয়ে সবার আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে জানা গেল কোর্টনির পরিচয়। তিনি মার্কিন নাগরিক। সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা।

তার প্রকৃত নাম কোর্টনি বিসনেট। উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি। অভিনেত্রী হিসেবে তিনি খুব পরিচিত নন। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেছেন। যুক্ত আছেন থিয়েটারের সঙ্গে। নিউইয়র্কের বাসিন্দা কোর্টনি নিজেকে প্রযোজক হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিচার ফিল্ম প্রযোজনা করেছেন।


সামার ইন দ্য সিটি' নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সহযোগী প্রযোজক ছিলেন। এ ছাড়া বেশ কয়েকটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানে সহযোগী প্রযোজক হিসেবে কাজ করেছেন। শুধু তাই নয়, চলচ্চিত্র ও নারীবিষয়ক নানা বিশ্নেষণধর্মী প্রবন্ধও লেখেন তিনি। জানা গেছে, অর্ধশতাধিক মার্কিন অভিনেত্রীর মধ্য থেকে অডিশনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন কোর্টনি। বাংলাদেশের শীর্ষ নায়কের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে আনন্দিত এই মার্কিন অভিনেত্রী। শাকিবের প্রতি মুগ্ধতাও ঝরে তার কণ্ঠে।


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি কনভেনশন সেন্টারে ছবির নাম ঘোষণার ওই অনুষ্ঠানে কোর্টনি বলেন, "খুবই ভালো লাগছে 'রাজকুমার' সিনেমায় সম্পৃক্ত হতে পেরে। সিনেমার গল্প খুব সুন্দর। আর শাকিব খান গ্রেট অ্যাক্টর। তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।"

কোর্টনি সম্পর্কে নির্মাতা হিমেল আশরাফ বলেন, 'কোর্টনি কফির সঙ্গে আগে কখনও পরিচয় ছিল না। নায়িকা খোঁজার দায়িত্বটা আমরা পেশাদার একটি এজেন্সিকে দিয়েছিলাম। তারা ৮৭ জনের তালিকা আমাদের প্রথমে দেয়। এরপর কয়েকটি ধাপ পেরিয়ে সেরা তিনজন নির্বাচিত হয়। শেষ পর্যন্ত কোর্টনি কফিই আমাদের সঙ্গে আছেন।'

ছবিটি প্রযোজনা করছে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। জানা গেছে, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ছবির শুটিং শুরু হবে। নিউইয়র্ক ছাড়াও আমেরিকার বেশ কয়েকটি শহরে এর কাজ চলবে বলে জানিয়েছেন নির্মাতা।



Embarking on Superstar Shakib Khan’s new journey as ‘‘RAJKUMAR’’ 


Directed by : @Himel Ashraf 

Produced by SK Films (Shakib Khan Films) 🇧🇩


#ShakibKhanNewFilm #Rajkumar #ShakibKhan

About the Author

Hey there! My name is Daud, a professional Web Designer, Graphic Designer, UI / UX Designer as well as Content Creator from Bangladesh . I love to Code and create interesting things while playing with it.

Post a Comment

To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.