K.G.F. Chapter 2 (2022) Hindi Pre-DvDRip – 480P | 720P | 1080P – x264 – 3GB– Download & Watch Online
কে.জি.এফ: চ্যাপ্টার টু হল প্রশান্ত নীল দ্বারা লিখিত ও পরিচালিত এবং বিজয়ী কিরাগাঁদুরের হম্বালের ফিল্মস বেনারে অধীনে আসন্নবর্তী ভারতীয় কন্নড়-ভাষার পর্যায়কালীন মারপিটধর্মী চলচ্চিত্র। এটি কেজিএফ: চ্যাপটার ওয়ান এর অনুসারে নির্মিত চলচ্চিত্র।
কোলার গোল্ড ফিল্ডস (কেজিএফ)-
KGF এর রক্তে ভেজা জমিতে এখন একজন নতুন মালিক আছে - রকি, যার নাম তার শত্রুদের হৃদয়ে ভয় জাগিয়েছে। তার সহযোগীরা রকিকে তাদের ত্রাণকর্তা হিসেবে দেখে, সরকার তাকে আইনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে দেখে; শত্রুরা তার পতনের জন্য প্রতিশোধ এবং ষড়যন্ত্র করছে। রক্তাক্ত যুদ্ধ এবং অন্ধকার দিন অপেক্ষা করছে কারণ রকি তার অপ্রতিদ্বন্দ্বী আধিপত্যের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
উপস্থাপনা করেছেন রিতেশ সিধওয়ানি, ফারহান আখতার এবং এএ ফিল্মস রচনা ও পরিচালনা করেছেন প্রশান্ত নীল "হোম্বালে ফিল্মস" ব্যানারে বিজয় কিরাগান্দুর প্রযোজনা করেছেন।
অভিনয়ে: রকিং স্টার যশ, সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, রবীনা ট্যান্ডন, প্রকাশ রাজ, মালভিকা অবিনাশ, অচ্যুত কুমার, আয়াপ্পা পি. শর্মা, রাও রমেশ, ঈশ্বরী রাও, অর্চনা জোইস, টিএস নাগাভরানা, শরণ, অবিনাশ, লক্ষী লক্ষ্মণ, ভাশ। , হরিশ রাই, দীনেশ ম্যাঙ্গালোর, তারক, রামচন্দ্র রাজু, বিনয় বিদাপ্পা, অশোক শর্মা, মোহন জুনেজা, গোবিন্দ গৌড়া, জন কোক্কেন, শ্রীনিবাস মূর্তি।
মুক্তির তারিখ: ১৪ এপ্রিল, ২০২২ (ভারত)
এই মুহূর্তে জনপ্রিয় ডিরেক্টর: প্রশান্ত নীল
ভাষা: কন্নড় দেশ: ভারত
100% SPOILER FREE] – নিশ্চিন্তে পড়ুন।
ফিল্মে বেশ কিছু এমন মহুর্ত ক্রিয়েট করা হয়েছে যে, শুধু অপেক্ষা করবেন, এখন কি হবে! কি হবে রকির বা রকি কি পদক্ষেপ নিবে এখন। শ্বাসরূদ্ধকর স্ক্রীনপ্লে।
গল্পঃ- রকি কেজিএফ দখলে নেয়ার পর সবার পিছনে আগুন লেগে যায়। মানে সবার। ক্রাইম-ওয়ার্ড থেকে শুরু করে সরকার। সবাই রকির পিছনে ছুটে আর রকির এটিটিউট, “ম্যে জুকেগা নেহি”- টাইপ।
আচ্ছা, কে বেশি ব্রুটাল/ভয়ংকর ছিলো…(?)
রকি ভাই নাকি আধীরা…..
এ ফিল্মে কোনো হিরো নেই, সবাই-ই MONSTER. কেউ কাউকে ছেড়ে কথা বলে না। ক্রেজি লেভেলে চলে যায় গল্প। বিশেষ চমক রয়েছে আপনার জন্য।
ফিল্মে কিছু দৃশ্য আছে (এন্ট্রি সীন) গুজবাম্প পুরা। এ এন্ট্রি শুধু ক্যারাক্টার ইন্ট্রো নয়। বিশেষ ঘটনার প্রেক্ষাপটে এন্ট্রি নেয়ার দৃশ্য। ওই যে বললাম এখন কি হবে…(?) কি হয় সেই দৃশ্য।
আধীরাকে নিয়ে বলতে হয়ঃ-
হরর মুভির ভূতও মনে হয় এমন ভয়ের সঞ্চার করে না যতটা তার স্ক্রীন-প্রেজেন্টস্ করেছে। এখানে প্লাস পয়েন্ট ব্যাক-গ্রাউড মিউজিক। টু লাউড আর ফিল্মের সাথে এই টু লাইড মিউজিক-ই মানান সই। গুজবাম্পের আসল কারন। স্লো-মো ভালো লেগেছে। আর টপ এঙ্গেলের কিছু ক্যামেরা শট, এপিক ছিলো দৃশ্যগুলো।
একশন সিন নিয়ে বলিঃ
আমাদের পদার্থ-বিজ্ঞানীদের জন্য খারাপ খবর, “এখানে আপনি পদার্থ বিজ্ঞানের গবেষণা করার সুযোগ পাচ্ছেন না।
” ক্যারাক্টারস্ স্ট্রেন্থ অনুযায়ী দারুন ভাবে একশন সিকোয়েন্স করিউগ্রাফ করা হয়েছে। তবে হ্যা, অর্থনীতিবিদ হওয়ার সুযোগ পাবেন।

::::কালার প্যালেট- ডার্ক,ডিপ, ইইলো,গ্রে,গ্রীন স্যাড। সেকেন্ডারি আর টেরটিয়ারি গ্রেডিং ফিল্ম জুড়ে। এদিক দিয়ে হিসেব করলে 300 ফিল্মের ভাইভ পাবেন।
এপিক লাগে দৃশ্যগুলোঃ
সঞ্জয় দত্তের আধীরা (KFG) কাঞ্চার (Agneepath) পরে সেরা চরিত্র। মারাত্মক ছিলো তার অভিনয়। ইয়াসের ডেডিক্যাশন চোখে পড়ার মত ছিলো৷ রাভিনা টান্ডান-ও ভালো ছিলেন। বাকিদের নাম রিভিল করছি না। তারাও ফাটিয়েছেন। প্রোডাকশন ডিজাইন, কস্টিউমস & হেয়ার স্টাইলিং ফিল্মের বিশেষ আকর্ষণ। ভালো লেগেছে।
পরিচালক – প্রশান্ত নীল তার সেরা কাজ উপহার দিয়েছেন। যা তিনি নিজেও আর টপকে যেতে পারবেন কি-না সন্দেহ।
- KGF : 2 = BEST SOUTH INDIAN ACTION FILM.
পুরো ফিল্মে বোর হওয়ার সুযোগ ছিলো না। স্টোরি টেলিং দারুন। হিন্দি ডাবিং ভালো। তবে ইয়াসের KGF এর ভয়েজটা আরো ভালো ছিলো। আর কিছু পয়েন্ট ব্রেক ডায়লগ আছে যা এক্সাইটমেন্ট ক্রিয়েট করে। রিভার্স ডায়লগও আছে (KGF এর মত)।
[RECOMMENDATION] – For ACTION LOVERS.
বক্স-অফিস ধারনাঃ- ১৫০০+ ব্যবসা নিশ্চিত। রেকর্ড ভাঙতে পারবে কি না সেটা সময় বলে দিবে। তবে ১৫০০ কোটির নিচে কালেকশন হবে না এটার।
[ সাউথ ইন্ডিয়ান ফিল্মের জন্য এটা মাইলস্টোন হবে]
মুভিটি ডাউনলোড করতে Movie Site Visit https://cinebaz.xyz সাইট থেকে ডাউনলোড করতে পারেন। {কপিরাইট ইস্যু এর জন্য ডিরেক্ট ডাউনলোড শেয়ার করতে পারলাম না দুঃখিত}
ধন্যবাদ